জলপাইগুড়ির রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় জনজোয়ার

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ এপ্রিল’২৪ : আজ রামনবমী। জলপাইগুড়ির রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় জনজোয়ার। বুধবার জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রার রাম, সীতা, হনুমান সেজে নাচ গানের মধ্য দিয়ে আনন্দে মেতে উঠলেন অগণিত রাম ভক্তরা। যদিও এ দিনের শোভাযাত্রার অস্ত্র হাতে কাউকে দেখা যায়নি। জলপাইগুড়ি শ্রী রাম নবমী উদযাপন সমিতির উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।

এদিনের শোভাযাত্রায় মহিলাদের পাশাপাশি যুবকদের উপস্থিত ছিল চোখে পড়ার মত। রাম নবমী উপলক্ষ্যে জলপাইগুড়ি শহর গেরুয়া পতাকায় ছেয়ে গেছে। এদিকে রাম নবমীর মিছিলে যোগদান করে শেষ পর্যায়ের ভোট প্রচার সারলেন বিদায়ী সাংসদ তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়।

হাত জোর করে ও সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার করলেন জয়ন্ত। সঙ্গে ছিলেন বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ সহ আরো অনেকে। ডিজে বাজিয়ে জয় শ্রী রাম, জয় শ্রী রাম ধ্বনি তুলে জলপাইগুড়ি শহরের রাজপথে নাচতে নাচতে শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন যুবকরা।

Jalpaiguri Ramnavami colorful procession

শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সদস্যরাও। শহরের মিলন সংঘ ময়দান থেকে সুবিশাল শোভাযাত্রা বের হয়ে বেগুনটারি, দিনবাজার, কদমতলা হয়ে আবার মিলন সংঘ ময়দানে শোভাযাত্রা সমাপ্ত হয়। এদিন ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল রামনবমী উদযাপন কমিটির তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *