জলপাইগুড়ি: দরজায় কড়া নাড়ছে বর্ষা। আর তার আগেই বুধবার জলপাইগুড়ি পুরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক—দুর্যোগ মোকাবিলা নিয়ে। জলপাইগুড়ি পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দমকল বিভাগ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল—প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে সাধারণ মানুষকে দ্রুত রেসকিউ করা যায়, কখন এবং কী পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলা ইউনিটকে কাজে লাগাতে হবে, তা-ই নিয়ে বিস্তারিত পরিকল্পনা।
পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল জানান, “বর্ষাকাল মানেই শুধু বৃষ্টি নয়, সঙ্গে থাকে ঝড়, জলবন্দি পরিস্থিতি, এমনকি আগুন লাগার ঝুঁকিও। তাই আগেভাগেই প্রস্তুত আমরা। দমকলের সহায়তায় শনিবার একটি বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে, যেখানে অগ্নিকাণ্ডের জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল শেখানো হবে।”
স্বরূপ মন্ডল আরও বলেন, “এই প্রস্তুতি শুধু পুরসভা বা প্রশাসনের নয়, এটি সাধারণ মানুষের জীবনরক্ষার সাথী হয়ে উঠুক—এটাই আমাদের লক্ষ্য।”