সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ সেপ্টেম্বর’২৩ : দুর্গাপূজার আগেই প্রায় শতাধিক নতুন সিসিটিভি লাগানোর উদ্যোগ গ্রহণ করলো এসজেডিএ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান এসজেডিএ’র চেয়ারম্যান চক্রবর্তী।

তিনি বলেন, জলপাইগুড়ি ও শিলিগুড়ি শহর মিলিয়ে মোট শতাধিক নতুন সিসিটিভি লাগানো হবে। যার মধ্যে জলপাইগুড়িতে লাগানো হবে প্রায় তিরিশ থেকে পঁয়তিরিশটি। জলপাইগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলি যেখানে সিসিটিভি লাগানো নেই ছাড়াও বিভিন্ন বিদ্যালয়গুলির সামনে সিসিটিভি লাগানো হবে।

এসজেডিএ’র তরফে এই সিসিটিভিগুলো লাগিয়ে দেওয়া হবে। পরবর্তীতে এগুলো নিয়ন্ত্রণ করবে জেলা পুলিশ। পুজোর আগেই পুরো কাজ শেষ হয়ে যাবে বলে তিনি মনে করছেন। এরজন্য আজ তিনি জলপাইগুড়ি শহরে বেশ কিছু জায়গা ও বিদ্যালয় পরিদর্শন করেন