জলপাইগুড়ি সদর পূর্ব সার্কেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জলপাইগুড়ি: জলপাইগুড়ি সদর পূর্ব সার্কেলের সমস্ত প্রাইমারি ও জুনিয়র বেসিক স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের নিয়ে শুরু হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতি ও শুক্রবার— এই দুই দিন ধরে চলবে প্রতিযোগিতা। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৯৫০ জনেরও বেশি পড়ুয়া অংশগ্রহণ করেছে।

Jalpaiguri Sadar East Circle annual sports competition begins

এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল কুমার রায় ও সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়।

জলপাইগুড়ি জেলা স্কুলের মাঠে অনুষ্ঠিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জলপাইগুড়ির সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। শিক্ষা দপ্তরের সদর পূর্ব সার্কেলের এসআই মিঠুন দাস জানান, প্রতিযোগিতায় মোট ১৭টি ইভেন্ট থাকবে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দৌড়, হাই জাম্প, লং জাম্প, জিমন্যাস্টিক ও যোগব্যায়ামের উপর।

এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *