জাতীয় ব্যাডমিন্টন দলে জলপাইগুড়ির স্কুল ছাত্রী সম্প্রীতি

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ অক্টোবর : জাতীয় ব্যাডমিন্টন দলে জায়গা করে নিল জলপাইগুড়ির সম্প্রীতি পাল। সাব জুনিয়ার আন্ডার ১৫ সিঙ্গলসে ভারতীয় দলের হয়ে সুযোগ পাওয়ায় খুশির হাওয়া জলপাইগুড়িতে।

Jalpaiguri schoolgirl Sampreeti in the national badminton team

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানা গেছে থাইল্যান্ডের নন্তাবুড়িতে আগামী ২৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ব্যাডমিন্টন এশিয়া আন্ডার ১৭ এবং আন্ডার ১৫ জুনিয়র চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে। দেশের হয়ে সেই চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করবেন জলপাইগুড়ির স্কুল ছাত্রী সম্প্রীতি পাল।
এই এশিয়ান চ্যাম্পিয়শিপে যারা ভারতের হয়ে যারা খেলবেন একমাত্র সম্প্রীতি পশ্চিমবঙ্গের মেয়ে বাকিরা সবাই অন্যান্য রাজ্যের। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ১৪-২৫ নভেম্বর পর্যন্ত ট্রেনিং ক্যাম্প হয়েই জাতীয় দলের খেলোয়াড়রা থাইল্যান্ড যাবেন।

বাবার ব্যাডমিন্টন খেলা দেখেই ছোটবেলা থেকে অনুপ্রাণিত সম্প্রীতি। বাবার হাত ধরেই জলপাইগুড়ি ইন্ডোর গেমস প্লেয়ার অ্যাসোসিয়েশনের কোর্টে যেত। সেখান থেকেই শুরু। ৬ বছরের বয়সেই ব্যাডমিন্টন নিয়ে খেলা শুরু সম্প্রীতির। জলপাইগুড়ির জিগপাতেই কোচিং শুরু করে সম্প্রীতি। রাজ্যের হয়ে খেললে সম্প্রীতি অরূপ বৈদ্যর কাছেই কোচিং নেন। সম্প্রীতি জানায় বাবাকে দেখেই প্রথমে খেলা শুরু। এখন প্রকাশ পাদুকোন অ্যাকেডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। ভালো খেলে ভারতকে পদক এনে দেওয়াই লক্ষ। অলিম্পিকস যাওয়া তার টার্গেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *