জলপাইগুড়ি শিলিগুড়ি মিনিবাস ধর্মঘট (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ এপ্রিল’২৪ : পুরসভা পরিচালিত জলপাইগুড়ি কদমতলা মিউনিসিপালিটি মার্কেট সংলগ্ন বাস স্ট্যান্ডে দুষ্কৃতীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন জলপাইগুড়ি – শিলিগুড়ি মিনিবাস মালিকরা। তারা দীর্ঘদিন ধরে এই স্ট্যান্ডে গাড়ি রাখছেন। গতকাল রাতে স্ট্যান্ডের একটি (গাড়ি নং WB 71 9669) গাড়ির সামনের কাঁচ ঢিল মেরে ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা।

এতে স্ট্যান্ডে গাড়ি রাখার নিরাপত্তার অভাব বোধ করছেন গাড়ির মালিকরা। তাদের অভিযোগ, এই স্ট্যান্ডে প্রতি রাতেই বিভিন্ন ধরণের অসামাজিক কাজ হয়ে থাকে। তারা নিয়মিত এই স্ট্যান্ড ব্যবহারের জন্য পুরকর দিয়ে থাকেন, কিন্তু কোন নিরাপত্তা নেই তাদের। মাঝে মাঝেই এই স্ট্যান্ড থেকে তাদের গাড়ির টায়ার চুরি হয়, গাড়ির বিভিন্ন মাল চুরি হয়ে যায়, নাটবল্টু খুলে রাখা সহ নানা সমস্যার সম্মুখীন তাদের হতে হয়।

Jalpaiguri Siliguri minibus strike

জলপাইগুড়ি শিলিগুড়ি মিনি বাস অ্যাসোসিয়েশনের তরফে শ্যামল দাস বলেন, এরই প্রতিবাদে আজ তারা জলপাইগুড়ি শিলিগুড়ি মিনি বাস বন্ধ রেখেছেন এবং স্ট্যান্ডে নিরাপত্তার বিষয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ পত্র জমা দেবেন। আমরা চাই গতকালের ঘটনার সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং আমরাও যাতে নিয়মিত আমাদের গাড়ি ঠিক ভাবে পরিচালনা করতে পারি তার ব্যবস্থা নেওয়া হোক।

দেখুন ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *