সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ জুলাই’২৩ : ফের চুরির ঘটনা ঘটলো জলপাইগুড়ি সোনাউল্লা বিদ্যালয়ে। বিদ্যালয়ের ক্লাস রুমের বৈদ্যুতিক পাখা সহ বেশ কিছু সামগ্রী চুরি এবং নষ্ট করে চোরের দল বলে অভিযোগ।

সোনাউল্লা বিদ্যালয়ে চুরির ঘটনা নতুন কিছু নয়। চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শনিবার সকালে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এসে দেখেন বিদ্যালয়ের কয়েকটি বৈদ্যুতিক পাখা ও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়েছে।

এরপর তারা দেখেন জানালা ভেঙে হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক পাখা চুরি করে নিয়ে সেটিকে ছাত্রদের মিড ডে মিলের ঘরের পাশে বসে বৈদ্যুতিক পাখার ভেতরে থাকা তামার কয়েলগুলো বের করে নিয়েছে চোরের দল। স্কুল কর্তৃপক্ষ পুলিশকে বারবার জানিয়েছেন এখানে কয়েকজন নেশাগ্রস্ত যুবক এই ধরনের কাজের সাথে যুক্ত।

যদিও পুলিশ এর আগের চুরির জন্য কয়েক জনকে ধরেছিল, কিন্তু আবারও একই ঘটনা ঘটল শনিবার এই বিদ্যালয়ে। শিক্ষক থেকে স্থানীয় কাউন্সিলর পুরো ঘটনার জন্য চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। কারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানে এতবার চুরি হবার পরেও আজ পর্যন্ত কোন সুরাহা কেন হলো না।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক পার্থ প্রতিম ধর জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানে ধরণের ঘটনা কাম্য নয়। চোরেরা স্কুলের জানালা ভেঙে ঢুকেছে। বহুবার এই ধরনের চুরি হয়েছে।

অপরদিকে পুরসভার ১৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর উত্তম বোস জানান, এই স্কুলে এই ধরনের চুরির ঘটনা লাগাতার ঘটছে। কিছু নেশাগ্রস্ত যুবক এই কাজে যুক্ত। প্রশাসনকে এই ঘটনা বন্ধ করার জন্য অভিযুক্ত নেশাগ্রস্তদের ধরে চিকিৎসা করাতে হবে।