সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ জানুয়ারি’২৪ : রাজ্য সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হলো জলপাইগুড়ি শ্রমিক মেলা। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের শিবাজী রোডস্থিত আই টি পি এ সংলগ্ন প্রাঙ্গণে দুদিন ব্যাপী এই মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বুলচিক বরাইক।

এছাড়াও অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য শ্রম দফতরের উচ্চ পদস্থ আধিকারিক সহ জলপাইগুড়ি জেলাপরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী প্রমুখ।

শ্রমিক মেলার উদ্ধবোধনী অনুষ্ঠানের সূচনা হয় সমবেত রাজ্য সঙ্গীতের মধ্যে দিয়ে। দুদিন ব্যাপী চলা এই মেলায় রাজ্য সরকারের বিভিন্ন দফতর সহ ডুয়ার্সের সেচ্ছা সেবি সংগঠণের তৈরী হাতের কাজের সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র যেমন রয়েছে সেই সঙ্গে অসংগঠিত শ্রমিকদের আইনি সহায়তা প্রদান করা ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য দেবার জন্য রয়েছে জেলা আইনি সহায়তা কেন্দ্রে। এছাড়াও সামাজিক সুরক্ষা সহ পরিযায়ী শ্রমিকদের তথ্য নথিভুক্ত করার সুবিধে রয়েছে দুদিন ব্যাপী চলা এই শ্রমিক মেলায়।

মেলার উদ্বোধন করে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের (রাষ্ট্র মন্ত্রী) বুলচিক বরাইক বলেন, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষার যে প্রকল্প রয়েছে সেই গুলোর সুবিধে শ্রমিক দের কাছে পৌছে দেবার লক্ষেই দুদিন ব্যাপী এই মেলার আয়োজন।

অন্যদিকে শ্রমিক মেলা প্রসঙ্গে জেলার অতিরিক্ত শ্রম আধিকারিক শুভাগত গুপ্ত জানান, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষার সুবিধে গুলো কে শ্রমিকদের মধ্যে পৌছে দিতে এবং অসংগঠিত শ্রমিকদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করার মতো বিষয়টি নিয়ে আরো সচেতন করার লক্ষ্য নিয়েই এই শ্রমিক মেলার আয়োজন।আজকে শ্রমিক মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে ২৮ জন উপভোক্তাকে অনুদানের চেক প্রদান করা হয়।
