জলপাইগুড়ি : এবছরের আইসিএসইর (ICSE 2024) দশম শ্রেণীর পরীক্ষায় নজর কাড়া সাফল্য অর্জন করল জলপাইগুড়ির ছেলে। জলপাইগুড়ি শহরের শিল্পসমিতি পাড়ার শ্রমন দত্ত ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে মেধা তালিকায় স্থান করার মত ফল করেছে। জলপাইগুড়ি হলি চাইল্ড স্কুলের ছাত্র শ্রমন বিজ্ঞান বিভাগ নিয়ে আগামীতে পড়াশোনা করে ডাক্তার হতে চায়।

তার মোট প্রাপ্ত নম্বর ৪৯৬। এর মধ্যে সে ইংরেজিতে ৯৭, বাংলায় ৯৭, কলা বিভাগে ৯৯, বিজ্ঞান বিভাগে ১০০ ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১০০ পেয়েছে। শ্রমনের এমন রেজাল্টে অত্যন্ত খুশি পরিবারের সদস্য সহ তার শিক্ষক শিক্ষিকারা। সে জানায় ভালো ফল হবে আশা করেছিলাম। কিন্তু এতটা ভালো হবে ভাবতে পারিনি। আমার হবি ফুটবল খেলা। মোট ৭ জন গৃহ শিক্ষক ছিলেন। দৈনিক ৬-৮ ঘন্টা পড়াশোনা করতাম। বাবা উৎপল দত্ত ও মা শ্বেতা চৌধুরী দুজনই পেশায় স্কুল শিক্ষক শিক্ষিকা।

দশমের টেস্ট পরীক্ষায় শ্রমন প্রায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছিল। ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় সে। কথা প্রসঙ্গে শ্রমনের মা জানালেন, খুব ভালো লাগছে এমন ফল করায়। ও সবসময় ডিসিপ্লিন মেনে পড়াশোনা করেছে। কোনো দিন ওর ওপরে জোর করে আমরা কিছু চাপিয়ে দিতাম না। আগামীতে মেডিক্যাল নিয়েই পড়াশোনা করার ইচ্ছে রয়েছে ওর বলে জানান মা।