সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ জানুয়ারি’২৪ : মঙ্গলবার আবারও জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর কলোনী এলাকায় তিস্তার চরে পরে থাকা একটি বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে তিস্তাপারে তল্লাশি চালায় সেনাবাহিনী।

উল্লেখ্য, গতবছর ৪ঠা অক্টোবর সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে পাহাড়ে সেনাবাহিনীর ক্যাম্প ভেসে যাওয়ায় তিস্তার জলের তোড়ে সেনার ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম ভেসে যায় সমতলের দিকে। ঘটনায় জলপাইগুড়ির তিস্তাপারের সুকান্তনগর কলোনী, বিবেকানন্দ পল্লী সহ একাধিক জায়গা থেকে সেনার বিভিন্ন মর্টার শেলও উদ্ধার হয়।

আজকের ঘটনা প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত মহাদেব রায় জানান, গত বছর সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই এলাকার মানুষ সতর্ক রয়েছেন। এদিন তিস্তার চরে একটি বস্তুকে পরে থাকতে দেখেন এলাকাবাসী। যদিও সেনা বাহিনীর জওয়ানেরা খবর পেয়েই ছুটে এসেছেন এবং নদীর চরে পরে থাকা বস্তুটিকে পরীক্ষা করে জানান এটি কোনো বিস্ফোরক নয়।