আবারও নতুন সাজে সেজে উঠছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান

সংবাদদাতা, জলপাইগুড়ি : আবারও নতুন সাজে সেজে উঠছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান। কঁচিকাঁচাদের কথা ভেবে মনোরঞ্জনের জন্য নিয়ে আসা হয়েছে বিভিন্ন রকম নতুন খেলনা আইটেম।

রয়েছে ট্রাম্পলিন , ওয়াটার রোলার ব‍্যাটারী চালিত গাড়ির পাশাপাশি রিমোট কন্ট্রোল ছোট বোট এবং ওয়াটার বোট । জলপাইগুড়ি উদ‍্যান ও কানন (উ:) বিভাগ রেঞ্জ অফিসার মানিক রাউত জানালেন শিশুদের কথা ভেবে বসানো হয়েছে ট্রাম্পলিন। ৩ বছর থেকে ৮ বছর পর্যন্ত বয়সের শিশুরা খেলতে পারবে। এছাড়া ওয়াটার রোলারে ৫ বছর থেকে ১২ বছর পর্যন্ত বয়সের ছেলে মেয়েরা খেলতে পারবে।

পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে ডিজিটাল ব্যাটারি চালিত গাড়ি যা রিমোর্ট চালিত । এছাড়াও ইন্টারটেবল বোটে বোটিং এর করার সুযোগ রয়েছে! উদ্দেশ্য হল এই বোটের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কার্য চালাতে পারবো।

Jalpaiguri Teesta Udyan is getting a new look again

এছাড়াও তিস্তা উদ্যানে আসা ভ্রমণ পিপাসুদর কথা মনে রেখে বসানো হচ্ছে ঠান্ডা পানীয় জলের মেশিন। এই সব খেলনা ছোট শিশুরাও দারুনভাবে আনন্দ উপভোগ করতে পারবেন বলে জানালেন জলপাইগুড়ি উদ্যান ও কানন (উ:) বিভাগ এর রেঞ্জ অফিসার মানিক রাউত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *