বড়দিন ও নববর্ষের আগে সেজে উঠছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান

জলপাইগুড়ি: সামনে বড়দিন ও ইংরেজি নববর্ষ। সেই উপলক্ষ্যে রঙিন সাজে সেজে উঠছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান। শীতকালীন ফুলে ভরে উঠেছে উদ্যানের প্রতিটি কোণ। শুধু তাই নয়, শিশু-কিশোর থেকে শুরু করে সকলের মনোরঞ্জনের জন্য উদ্যানে রাখা হয়েছে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা।

উদ্যানে এবার নতুন সংযোজন হিসেবে থাকছে ট্রাম্পলিন, স্কাইও বেলুন, ব্যালেন্সিং সেতু, দোলনা, এবং হরেক রকমের সেলফি জোন। ভ্রমণপিপাসুদের আনন্দ দ্বিগুণ করতে উদ্যানে প্রবেশ মুখে ঝুলছে রঙিন ছাতা। এছাড়াও সেলফি জোনগুলো বিভিন্ন মডেলে সাজানো হয়েছে।

তিস্তা উদ্যানের রেঞ্জার পাপন মোহন্ত নিজেও উদ্যানের সৌন্দর্য বৃদ্ধির জন্য নিজের হাতে আঁকছেন বিভিন্ন ছবি, যা দেখে মুগ্ধ হবেন দর্শনার্থীরা। তিনি জানান, “এবার নতুন সাজে সেজে উঠেছে তিস্তা উদ্যান। আশা করছি, যারা এখানে আসবেন, তারা আনন্দ উপভোগ করবেন।”

ইতিমধ্যেই যারা উদ্যানে এসেছেন, তারা চুটিয়ে উপভোগ করছেন। বড়দিন ও নববর্ষের উৎসবে ভ্রমণপিপাসুদের জন্য এমন বিনোদনের ব্যবস্থা নিঃসন্দেহে উদ্যানের আকর্ষণ আরও বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *