তৃণমূল ছাড়লেন জলপাইগুড়ির আদিবাসী নেতা রাজেশ লাকড়া

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৯ জানুয়ারি’২৪ : তৃনমূল ছাড়লেন রাজেশ লাকড়া। তৃণমূল শ্রমিক সংগঠনে রদবদল। সরিয়ে দেওয়া হোলা INTTUC এর জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকড়া কে। নতুন জেলা সভাপতি তপন দে। ঘটনায় ক্ষুব্ধ রাজেশ লাকড়া। তৃনমূল থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত।

সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন রাজেশ লাকড়া। তার পরিস্কার বক্তব্য আইএনটিটিইউসি’র জেলা সভাপতির পদ থেকে সরিয়ে তাকে রাজ্যের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও তিনি দল ছাড়ছেন কারন মুখ্যমন্ত্রী আদিবাসিদের সাথে সঠিক বিচার করেনি। রাজেশ বাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলা ও দার্জিলিং জেলাকে পঞ্চম তপশিলের আওতায় আনার কথা বলেছিল তার গেজেট নোটিফিকেশন করা হলেও আজ পর্যন্ত সেটা কার্যকর করা হয়নি।

আবার আদিবাসীরা এই দেশের ভূমিপুত্র তাদের কেনো জমির পাট্টা দেওয়া হচ্ছে এটা ঠিক নয়। যে কারনে তার এই সিদ্ধান্ত। তবে তৃনমূল ছাড়লেও অন্যকোন দলে যোগ না দিলে আদিবাসিদের স্বার্থ নিয়র আন্দোলন করবেন বলে জানান রাজেশ।

Jalpaiguri tribal leader Rajesh Lakra left Trinamool


জলপাইগুড়ির তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, রাজেশকে সরিয়ে তপনকে দায়িত্ব দিয়েছে রাজ্য থেকে। রাজেশ লাকড়া যদি তৃণমূল ছেড়ে দেন তাতে দলের কোন ক্ষতি হবে না। রাজেশকে দল প্রার্থী করেছিল সেটার কৃতজ্ঞ থাকা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *