সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ অক্টোবর : সারাদিন চার দেওয়ালের মধ্যে থেকে এবার পুজোর আনন্দে মাতলেন সরকারি কোরক হোমের আবাসিকরা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জ্যুভেলাইন ও বিভিন্ন কারনে আসা কিশোরদের এই কোরক হোমে রাখা হয়।

কোরক হোম সুপার দেবব্রত দেবনাথ জানান, পুজোর আনন্দটা সবার। তাই বাচ্চাদের আনন্দের জন্যই আমরা পুজোর আয়োজন করেছি। অনেক কিশোর আছে যারা পাচারের শিকার। কেউ যৌন হেনস্থার শিকার। কেউ ড্রাগসের শিকার। কেউ বা কোন ক্রাইমের সাথে যুক্ত। সবাইকে পুজোর কাজে লাগানো হয়েছে। খুব আনন্দ সহকারে তারা পুজোর গোছগাছ করছে। আবাসিকদের পুজোর চারদিন আলাদা আলাদা মেনুর ব্যবস্থা করা হয়েছে। তারা বাড়ির বাইরে থেকেও পুজোর আনন্দে কাটাতে পারে তাই এই উদ্যোগ বলে জানান হম সুপার।
জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, হোমে পুজোয় এসে খুবই অভিভূত। সমাজকে বার্তা দেওয়া হয়েছে এই পুজোর মধ্য দিয়ে।