জলপাইগুড়ি : স্বাধীনতা সংগ্রামের অমর নায়িকা ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-কে নিয়ে আঁকা একটি চিত্র জলপাইগুড়ির খুদে শিল্পী অঞ্চিতা ভৌমিককে এনে দিয়েছে বীর গাঁথা ফোর ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৪-এর সুপার উইনার খেতাব।
অষ্টাদশী অঞ্চিতা জলপাইগুড়ির এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই রং-তুলি নিয়ে তার গভীর আগ্রহ। মামার কাছে আঁকা শেখার মাধ্যমে শিল্পী জীবনের যাত্রা শুরু হয় তার। পাঠ্যবইয়ের পাশাপাশি ক্যানভাসে ছবি আঁকা এবং একের পর এক প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জিত পুরস্কার আজ তাকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
অঞ্চিতার চিত্রকর্ম শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত। ২০২১ সালে বাংলাদেশের “এস এম সুলতান অ্যাওয়ার্ড”, ২০২৩ সালে ইতালির ফেব্রিয়ান শহরের চিত্র প্রদর্শনী এবং নেপালের কাঠমান্ডুর আন্তর্জাতিক শিল্পকলা অনুষ্ঠানে তার ছবি প্রদর্শিত হয়। ২০২৪ সালে টেক্সাসেও তার চিত্রকর্মের প্রদর্শনী হয়।
তবে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ-কে নিয়ে আঁকা তার সাম্প্রতিক ছবিটি এনে দিয়েছে জীবনের সবচেয়ে বড় সাফল্য। এ বিষয়ে অঞ্চিতা বলেন, “২০২৪ সালের ৪ঠা অক্টোবর স্কুলে বসে আমি ছবিটি এঁকেছিলাম। ঝাঁসির রানীর সাহসিকতা আমাকে বরাবরই অনুপ্রাণিত করে। তবে এই পুরস্কার পেয়ে আমি বিস্মিত এবং অভিভূত।”
পুরস্কার গ্রহণের জন্য আগামী ২৫ জানুয়ারি দিল্লিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বা রাষ্ট্রপতির হাত থেকে সম্মান পাওয়ার খবর জানিয়ে তিনি আরও বলেন, “এটি আমার স্বপ্নপূরণের মতো।”
অঞ্চিতার এই সাফল্য জলপাইগুড়ি শহরের গর্ব। তার শিল্পকর্ম একদিকে যেমন ইতিহাসের ঐতিহ্য তুলে ধরছে, তেমনই তার প্রতিভার অসাধারণ প্রকাশ ঘটাচ্ছে। বীর গাঁথা ফোর ন্যাশনাল অ্যাওয়ার্ডের এই বিশেষ সম্মান তার শিল্পী জীবনে আরও নতুন দিগন্তের সূচনা করবে।