জলপাইগুড়ি : বাবার লেখা গল্পে অনুপ্রাণিত হয়ে একেবারে বাস্তবমুখী শর্ট ফিল্ম বানিয়ে ফেললেন জলপাইগুড়ির মেয়ে রেশ ভট্টাচার্য। ডার্করুম নামে স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটি দর্শকদেরও মন কাড়তে শুরু করেছে দারুণভাবে। গত ১৮ বছর ধরে বিভিন্ন বই লেখার পাশাপাশি অসংখ্য পত্র পত্রিকাতেও লিখে চলেছেন জলপাইগুড়ির নতুন পাড়ার লেখক মৃগাঙ্গ ভট্টাচার্য। তারই লেখা ডার্করুম নামে গল্পে অনুপ্রাণিত হয়ে মেয়ে রেশ ভট্টাচার্য তৈরি করে ফেললেন এই শর্ট ফিল্মটি। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রেশের এই সিনেমাটিতে রয়েছে মানুষের প্রতি এক বাস্তব বার্তা। পরিচালক এই গল্পের মাধ্যমে দেখাতে চেয়েছেন একজন সফল মানুষ হয়েও কিভাবে জীবনের চরম সিদ্ধান্ত নিতেও দ্বিধা বোধ করেন না। নিজের আপনজনের সঙ্গে হেরে যাওয়ার দুঃখটাও ভাগ করে নেওয়ার এক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এখানে। মাত্র ১১ মিনিটের এই শর্ট ফিল্মের মাধ্যমেই পরিচালক রেশ ভট্টাচার্য যেন সফল। মন জয় করে নিয়েছেন হাজার হাজার দর্শকের। ইউটিউবে শর্ট ফিল্মটি আপলোড হতেই প্রচুর দর্শক শুভেচ্ছা জানিয়েছেন। ছবির শুটিং হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর ধারে। অভিনয় করেছেন অভ্র সরকার, জিষ্ণু সেন ও শুভ্র চ্যাটার্জী। ডিরেক্টর অফ ফটোগ্রাফি রুবল সরকারের।
