দ্বিতীয় স্টেট ডেফ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় লড়ে হার জলপাইগুড়ির প্রত্যুষের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ ডিসেম্বর’২৩ : দ্বিতীয় স্টেট ডেফ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রবিবার পুরুষ সিঙ্গলসের ফাইনালে জলপাইগুড়ি শিল্পসমিতি পাড়ার মিনি ইনডোর স্টেডিয়ামে তীব্র লড়াই করে পশ্চিম কলকাতার সৌম্যদীপ চক্রবর্তীর কাছে পরাজিত হয় জলপাইগুড়ির প্রত্যুষ ভট্টাচার্য। যুগ্মভাবে তৃতীয় হন জলপাইগুড়ির অভিষেক বসু ও নদীয়ার সাহেব সরকার। পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় যথাক্রমে সৌম্যদীপ চক্রবর্তী (নদীয়া) ও দেবাশিস বিশ্বাস এবং প্রত্যুষ ভট্টাচার্য ও সাত্যকি সরকার (দক্ষিণ ২৪ পরগনা)। যুগ্ম ভাবে তৃতীয় হন অভিষেক বসু ও সৌরভ প্রামাণিক (নদীয়া) এবং প্রেম শা (জলপাইগুড়ি) ও সাহেব সরকার। মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হন জলপাইগুড়ির জুঁই সরকার ও রানার্স আপ পূর্ব কলকাতার দীপা মণ্ডল। যুগ্মভাবে তৃতীয় হন আলিপুরদুয়ারের উদিতা ঘোষ ও পূর্ব কলকাতার মিতা মণ্ডল। মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হন সৌম্যদীপ – উদিতা এবং রানার্স আপ অভিষেক বসু – হুগলির রনমিতা হাজরা। যুগ্মভাবে তৃতীয় হন প্রত্যুষ (দক্ষিণ ২৪ পরগনা)- পিয়ালী বিশ্বাস এবং প্রেম শা – দীপা মণ্ডল। ত্রিমুকুট জিতে পারফরম্যান্স খেলোয়াড়ের শিরোপা পেলেন পশ্চিম কলকাতার সৌম্যদীপ চক্রবর্তী। বিশেষ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ, জিগপার সাধারণ সম্পাদক রতন গুহ, জলপাইগুড়ি জেলা ডেফ ক্রীড়া সংস্থার সভাপতি শ্বাশ্বতী গুহ রায়, বাংলা ডেফ ক্রীড়া সংস্থার সহকারী সম্পাদক মনীশ দাস, আমানুল্লাহ মণ্ডল, স্বপন কুমার গুহ, অমিত সরকার ও সকল সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *