সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ আগস্ট ২০২২ : জায়গায় জায়গায় গর্ত। কিছু জায়গায় তো পাথর উঠে গিয়ে মাটি বেড়িয়ে গিয়েছে। এই ভাবেই গর্ত বাঁচিয়ে চলছে মোটর সাইকেল থেকে শুরু করে টোটো এবং সরকারি বেসরকারী সমস্ত গাড়ি। অবশেষে রাস্তা মেরামতির উদ্যোগ গ্রহণ করলো পুরসভা। উল্লেখ্য জলপাইগুড়ি পুরসভার ৮নম্বর ওয়ার্ডের করলা সেতু হয়ে পিডাব্লুডি মোর থেকে পোস্ট অফিসমোড় গামি রাস্তার এই বেহাল অবস্থা দীর্ঘদিনের। আর সব থেকে বড় কথা এই রাস্তাটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলির মধ্যে একটি। এই রাস্তা দিয়ে দৈনিক প্রচুর ছোট বড় গাড়ি চলাচল করে। পাশাপাশি দপ্তরে যাবার জন্য প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন জেলা পুলিশ সুপার, ডিআইজি সহ জেলা প্রশাসনের ছোট বড় আধিকারিক এবং কর্মীরা। উল্লেখ্য সব থেকে বড় কথা সার্কিট বেঞ্চের বিচারপতিরাও এই রাস্তা ব্যবহার করে থাকেন। অবশেষে জলপাইগুড়ি পুরসভার হস্তক্ষেপে মঙ্গলবার সকাল থেকেই রাস্তার মেরামতির কাজ শুরু হয়েছে। তবে পুরোটা ভেঙ্গে নয়। যেখানে যেখানে রাস্তার উপর পাথর সরে গিয়ে গর্ত তৈরী হয়েছে শুধু মাত্র সেই সব জায়গায় পিচ দিয়ে মেরামতি করা হচ্ছে।
এবিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন -কাউন্সিল স্বরূপ মন্ডল বলেন , এ নতুন করে কিছু বলার নেই পুর এলাকার রাস্তা ঘাট মেরামত হবেই। কিছু দিন ধরে এই রাস্তায় সাধারণ মানুষের চলতে অসুবিধা হচ্ছিল। তাদের কথা চিন্তা করে দ্রুত রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে। শুধু এই রাস্তাই নয় শহর সাজাতে বদ্ধ পরিকর জলপাইগুড়ি পুরসভা। গত দুই বছর করোনা পরিস্থিতি থাকায় কিছু উন্নয়ন মুলক কাজ ব্যাহত হয়েছে। তবে আবার জলপাইগুড়ি শহর ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।