জলপাইগুড়ি : নতুন বছরের প্রথম দিন, মাঠে ফুটেছে প্রাণ। দেশবন্ধু নগর স্কুল মাঠে মঙ্গলবার অনুষ্ঠিত হল সাদার্ন সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমির প্রথম বার পুজো। ফুটবল শুধু খেলা নয়, বরং একাগ্রতা, অধ্যবসায় আর স্বপ্ন গড়ার মাধ্যম — আর সেই স্বপ্নের প্রথম ধাপেই পা রাখল এক ঝাঁক সম্ভাবনাময় খুদে খেলোয়াড়।
বার পুজো উপলক্ষে সকাল থেকেই জমতে শুরু করে ভিড়। একাডেমির খুদে ছেলে ও মেয়ে খেলোয়াড়দের চোখেমুখে ছিল উচ্ছ্বাস আর উদ্দীপনা। নতুন বছরের প্রথম খেলায় তারা যেন মাঠে উজাড় করে দিল নিজেদের স্বপ্ন আর শক্তি।
উত্তরবঙ্গের কো-অর্ডিনেটর তথা ম্যানেজার সৌমিক মজুমদার জানান, “আমাদের একাডেমির ১২ জন খেলোয়াড় এবার কলকাতা ইউথ লিগে খেলার সুযোগ পেয়েছে। এটা শুধুই শুরু, ভবিষ্যতে এখান থেকেই জাতীয় স্তরে ছেলেমেয়েরা নিজেদের পরিচিতি তৈরি করবে।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির টেকনিক্যাল ম্যানেজার অসীম রায়ও। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু খেলা শেখানো নয়, বরং খেলোয়াড় তৈরির পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করা। খুব শীঘ্রই এই মাটিতেই ভারতের মানচিত্রে নাম লেখাবে আমাদের ফুটবলাররা।”
এদিনের পুজো এবং খেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষও ভিড় করেন মাঠে। ফুটবলের প্রতি ভালবাসা আর নতুন বছরকে স্বাগত জানাতে ভক্তিপূর্ণ পরিবেশে মিশে ছিল উৎসব আর স্বপ্নের সুর।