জলপাইগুড়ির লোটাদেবী কালী মন্দির ও মেলা : রহস্য-আবৃত এক আস্থার কেন্দ্র

জলপাইগুড়ি : লোটাদেবী কালীপুজো ও মেলাকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগরের করলাভ্যালি চা বাগান এলাকা। শুধু জলপাইগুড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হচ্ছে এখানে।

শতবর্ষ প্রাচীন এই মন্দির ও সংলগ্ন ছোট্ট পুকুর ঘিরে রয়েছে বহু কাহিনি, যা আজও ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। স্থানীয়দের বিশ্বাস, এই পুকুরের সামনে দাঁড়িয়ে কেউ কিছু মানত করলে, সকালে তা জলের ওপর ভেসে ওঠে একটি লোটার সঙ্গে! এমন ঘটনা বহুবার ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন। এই কারণেই মন্দিরের নামকরণ হয়েছে ‘লোটাদেবী’ মন্দির।

ভক্তদের দৃঢ় বিশ্বাস, মায়ের কাছে মানত করলে কেউ খালি হাতে ফেরে না। এই আস্থাকে ঘিরেই গত ৬৮ বছর ধরে এখানে ধুমধাম করে মেলা অনুষ্ঠিত হচ্ছে। শুধু ধর্মীয় নয়, লোকসংস্কৃতি ও আচার-অনুষ্ঠানের মিলনক্ষেত্র হয়ে উঠেছে এই মেলা।

Jalpaiguri's Lota Devi Kali Temple and Fair: A center of faith shrouded in mystery

এবারও পুজো উপলক্ষে মন্দির চত্বরে ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান—সব মিলিয়ে লোটাদেবী মন্দির ও মেলা এক অনন্য ঐতিহ্যের প্রতিচ্ছবি বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *