জলপাইগুড়ি: আবারও নৃত্যে রাজ্যস্তরে বাজিমাত করল জলপাইগুড়ির খুদে নৃত্যশিল্পী মৌমিতা রায়। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্যস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছে সে। এই সাফল্যে উচ্ছ্বসিত মৌমিতার পরিবারসহ গোটা এলাকা।
জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেববাড়ি এলাকার বাসিন্দা মৌমিতা জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ছোট থেকেই নাচের প্রতি তার গভীর আগ্রহ, আর সেই আগ্রহই তাকে আজ রাজ্যস্তরে সেরা করে তুলেছে।

এর আগেও একাধিক নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেয়েছে মৌমিতা। রাজ্য সরকারের শিশুকিশোর আকাদেমির সাংস্কৃতিক প্রতিযোগিতাতেও নজরকাড়া পারফরম্যান্স করে প্রশংসা কুড়িয়েছে। এবার আরও বড় মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করল সে।
তার এই সাফল্যে শুধু পরিবার নয়, গোটা গ্রামবাসীরাও আনন্দিত। মৌমিতাকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন সবাই। নৃত্যের পাশাপাশি গানেও পারদর্শী এই খুদে শিল্পী। আগামীদিনে তার স্বপ্ন পূরণের পথে আরও এগিয়ে যেতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয়রা।