সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ মার্চ’২৪ : বিজেপির সাংসদ তার তহবিলের টাকা খরচ করতে পারেন নি। উন্নয়ন হয়নি এলাকার। এই অভিযোগ তুলেছিল তৃণমূল। জলপাইগুড়ির সদ্য বিদায়ী সাংসদ ডা. জয়ন্তকুমার রায় তার জবাব দিলেন। তিনি বললেন, মিথ্যা প্রচার করা হচ্ছে। তিনি সব কাজই করতে পেরেছেন। কোনও কাজ করতে না পারলে সেটা তৃণমূল তাকে করতে দেয়নি। এই ধরনের মিথ্যা প্রচার করে কোন লাভ হবে না। মানুষ বুঝছে সবকিছুই। তার যোগ্য জবাব ভোটের বাক্সে দেবে। উল্লেখ্য, বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় নিজের সাংসদ তহবিলের অর্থ মানুষের কাজে খরচ করতে পারেননি। এজন্য সাংসদ তহবিলের টাকা ফেরত চলে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে জলপাইগুড়িতে প্রচার চালাচ্ছেন তৃণমূলের কিষান ক্ষেত মজদুরের সদস্যরা।
