টলিউডে অভিনেত্রী হিসাবে নিজের জায়গা তৈরি করছে জলপাইগুড়ির জিনা

পিনাকী রঞ্জন পাল : বাংলা ধারাবাহিকে (Serial) নায়ক নায়িকার চরিত্রের পাশাপাশি ভীষণভাবে জনপ্রিয় খলচরিত্রে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীরা। চান্দ্রেয়ী ঘোষ, নন্দিনী চ্যাটার্জী, অঞ্জনা বসু , নবনীতা দে, শাওন দে, রূপাঞ্জনা মিত্র, অনন্যা বিশ্বাস, রীতা দত্ত চক্রবর্তী এরা খলনায়িকা হিসাবে বাংলার দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। আবার অহনা দত্ত, তন্বী লাহা রায়, রোশনি ভট্টাচার্য, মধুরিমা বসাক, শিঞ্জিনী চক্রবর্তী, শ্বেতা মিশ্র, নবনীতা মালাকারের মতো অল্পবয়সী খলনায়িকারা সৌন্দর্যে টেক্কা দিতে পারে যেকোন নায়িকাকে। এবার এদের নামের পাশে যুক্ত হতে চলেছে আরো একটি নাম, সেটি হল জিনা তরফদার (Jina Tarafder)


সম্প্রতি স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক সুশান্ত দাস প্রযোজিত “বাংলা মিডিয়াম”-এ ( Bangla Medium) খলচরিত্র ইলিনার ভূমিকায় এন্ট্রি নিয়েছে জিনা। জলপাইগুড়ি কেরানী পাড়ার মেয়ে জিনা তরফদার খুব অল্পবয়সেই শোবিজে পা রেখেছিল এবং ভিডিও জকি হিসাবে জনপ্রিয় শো হোস্ট করার পাশাপাশি মডেল হিসাবেও নাম করেছে। বাংলা মিডিয়ামের আগে স্টার জলসার “বৌমা এক ঘর” (Bouma Ek Ghar) ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। যদিও টিআরপি’র অভাবে সেই ধারাবাহিক বেশি দিন চলেনি। তাছাড়া সম্প্রতি কালার্স বাংলার “ফেরারি মন” ধারাবাহিকে খল চরিত্রে জিনার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এসব ছাড়াও জিনা অভিনয় করেছে “চিক ফ্লিক 2” এর মত বেশ কিছু ওয়েব সিরিজে। তবে জিনার অভিনয় জীবনের অন্যতম সেরা কাজ হচ্ছে সৃজিত মুখার্জির আসন্ন রোমান্টিক ড্রামা ফিল্ম “অতি উত্তম” – এ অভিনয়। এই ছবিতে জিনা মহানায়ক উত্তমকুমারের নাতি গৌরব চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছে। ছবিতে অন্যান্য সহ অভিনেতারা হলেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য।

জলপাইগুড়ির মতো একটা ছোট শহর থেকে উঠে এসে অভিনয় করা এবং নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার লড়াই যে কি সাংঘাতিক, তার মধ্যে দিয়ে যারা গেছে তারাই জানে। তবে ২০১৭ থেকে ২০২৩ এই ছয় বছরে জিনা ভিডিও জকি থেকে অভিনেত্রী হয়ে উঠতে পেরেছে এতে কোন সন্দেহ নেই। জলপাইগুড়ি সুনীতি বালা সদর গার্লস হাই স্কুলের প্রাক্তন ছাত্রী জিনা অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ। ফ্যাশনেবল পোশাকে মাঝেমধ্যেই পোজ দিতে দেখা যায় জিনাকে। জিনার আকর্ষণীয় চেহারা আর হটনেসে বোল্ড বাঙালি টিনএজার থেকে শুরু করে অনেকেই। স্মার্ট, ঝকঝকে, সাহসী জিনা বর্তমানে শোবিজ জগতে এক অতি পরিচিত নাম।

জলপাইগুড়ি নিউজকে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় জিনা তার নতুন জার্নি বাংলা মিডিয়ামের জন্য দর্শকদের ভালোবাসা চেয়েছে। এই ধারাবাহিকে জিনা অভিনয় করছে নীল ভট্টাচার্য এবং তিয়াশা লেপচার মতো শিল্পীদের সাথে সমানে সমানে টক্কর দিয়ে। ধারাবাহিকে জিনা ‘ফিউচার ড্রিমস’ স্কুলের একজন ছাত্রী এলিনা হিসাবে এন্ট্রি নিয়েছে। যে এই স্কুলে আগে পড়তো, তবে এলিনার কিছু অনৈতিক কাজের জন্য তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয় এবং রিহ্যাবে পাঠিয়ে দেওয়া হয়।এবার রিহ্যাব থেকে ফিরে এলিনা আবার স্কুলে ভর্তি হয়। কিন্তু এলিনার আসল উদ্দেশ্য পড়াশোনা নয়। সে বদলা নিতে চায়। কিন্তু কীভাবে এলিনার অসৎ উদেশ্য থেকে স্কুলকে বাঁচাবে ইন্দিরা বিক্রম সেটাই দেখার।

জিনা ভিডিও বার্তায় জানিয়েছে, জলপাইগুড়ি তার প্রাণের শহর। এই শহরের জন্য তাঁর গর্ব হয়। এখানকার মানুষেরা তাকে সবসময় যেভাবে সাপোর্ট করে এসেছে তার জন্য সে কৃতজ্ঞ (নীচে দেখুন সেই ভিডিও বার্তা)।

আগামী ১৬ আগস্ট জিনার জন্মদিন। জলপাইগুড়ি নিউজের তরফ থেকে তার জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই এবং জিনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

ছবি জিনা তরফদারের ফেসবুক পেজের সৌজন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *