জিৎ এবার টক্কর নিতে চলেছেন সলমন খানের সঙ্গে

ডিজিটাল ডেস্ক : বাংলার সুপারস্টার জিৎ এবার টক্কর নিতে চলেছেন সলমন খানের সঙ্গে৷ ভাবছেন ভাইজানের সঙ্গে জিৎ ভাইয়ের টক্কর! কিভাবে। জানাবো। তবে তার আগে আপনাদের জানাই আগামী ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে টলিউডের সুপারস্টার জিৎ অভিনীত ছবি ‘চেঙ্গিজ’। জিৎ-এর এই ছবির পরিচালক রাজেশ গঙ্গোপাধ্যায়৷ ছবির কাহিনি লিখেছেন নীরজ পাণ্ডে এবং পরিচালক রাজেশ স্বয়ং ৷ জিতের ক্যারিশ্মা, ভিএফএক্স, অ্যাকশন সব মিলিয়ে ওই ছবি নিয়ে বেশ আলোচনা চলছে। আর এই প্রথম বাংলার সঙ্গে কোনও ছবি মুক্তি পাবে হিন্দি ভাষাতেও ৷ কিন্তু বাংলা ছবির অন্যতম প্রধান নায়কের ক্যারিয়ারের শুরুটা মোটেও সুখের হয়নি। একের পর এক ছবি ফ্লপ, রীতিমতো খরচের খাতায় রেখে দেওয়া হয় তাকে।

জিতের ক্যারিয়ারের শুরুতে বহু ব্যর্থতার সম্মুখীন তাকে হতে হয়েছিল। এক টেলিভিশন শো থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল পারফর্ম করতে না পারার জন্য। এরপর এক তেলুগু ছবিতে অভিনয় করেন জিৎ। সেই ছবিও চূড়ান্ত ব্যর্থ হয়। বহু নিদ্রাহীন রাত কাটিয়েছেন তিনি।

২০০১ সালে জিৎ অভিনীত ওই তেলুগু ছবির নাম ছিল ‘চাঁদু’। ওই ইন্ডাস্ট্রিতে চূড়ান্ত ফ্লপ হওয়ার পর ২০০১ সালের অক্টোবরে আবার কলকাতায় আসেন তিনি। ‘সাথী’ ছবির মধ্যে দিয়েই বাংলা ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু তার। আর তারপর ইতিহাস। একের পর এক সুপারহিট ছবির দৌলতে, পরিশ্রম আর অভিনয়ের গুণে আজ তিনি বাংলার সুপারস্টার।

এবার আসছি সালমান খানের সাথে তার টক্করের বিষয়ে। ২১এপ্রিল জিতের ছবি চেঙ্গিজ বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে। আর ওই দিনই মুক্তি পেতে যাচ্ছে সলমনের খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’। এবার দেখার দর্শকরা কার ছবি পছন্দ করে ভাইজান, নাকি জিৎ ভাইয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *