সংবাদদাতা, জলপাইগুড়ি : রবিবার বিকালে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ব্লকের জটিয়াকালীর জয়দেব ভিটাতে মহঃ সিদ্দিকীর নেতৃত্বে মহ মান্নান, নাসীর আলী, মহ কাশীম, মুকতার আলী সহ ৫০ জন তৃনমূল কংগ্রেস থেকে জাতীয় কংগ্রেসে যোগদান করেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার ও জেলা যুব কংগ্রেসের সভাপতি বাপী চৌধুরীর হাত ধরে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ব্লক কংগ্রেসের সভাপতি নগেন্দ্রনাথ রায়, কংগ্রেস নেতা অম্লান মুন্সি, প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সম্পাদক গণেশ ঘোষ, জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সম্পাদক রোহিত সিং, অঞ্চল সভাপতি জৈনুল মহঃ, যুব নেতা ওসমান গনি, আইনজীবী তারকনাথ বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ। সভায় মূল বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার।