আইনের চোখে দোষী নন জলপাইগুড়ি জেলার যুব তৃনমূল সভাপতি – জলপাইগুড়িতে বললেন তৃনমূল নেতা গৌতম দেব

সংবাদদাতা, জলপাইগুড়ি : আইনের চোখে এখনো দোষী নন জলপাইগুড়ি জেলার যুব তৃনমূল সভাপতি, তিনি দলের একজন ফ্রন্ট লাইন ওয়ার্কার, জলপাইগুড়িতে বললেন তৃনমূল নেতা গৌতম দেব।

বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা তৃনমূল কার্যালয়ে দলীয় নেতৃত্ব এবং পঞ্চায়েত নির্বাচনে অংগ্রহণকারী তৃনমূল প্রার্থীদের নিয়ে এক বিশেষ বৈঠক শেষে এমনটাই জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব।

উল্লেখ্য, জলপাইগুড়ি শহরে গত পয়লা এপ্রিল ঘটে যাওয়া দম্পতি আত্নহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে অভিযুক্ত জেলা যুব তৃনমূল সভাপতি সৈকত চ্যাটার্জীর আগাম জামিনের আবেদন উচ্চ আদালতে খারিজ হয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ এই যুব নেতা।

Juba Trinamool President of Jalpaiguri district is not guilty in the eyes of the law - said Trinamool leader Gautam Dev

এদিন দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৌতম দেব বলেন, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়, কিন্তু দূর্ভাগ্য এই ঘটনাটিকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে উত্তরবঙ্গের এই প্রবীন তৃনমূল নেতা জানান, ইতিমধ্যে জলপাইগুড়ি জেলায় ২৯টি গ্রাম পঞ্চায়েত আসনে তৃনমূল বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছে। বেশ কিছু আসনে বিরোধীরা প্রার্থীও দিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *