জাতীয় স্তরে রাজবংশী মেয়ের সাফল্যে জলপাইগুড়িতে উচ্ছ্বাস

জলপাইগুড়ি: রাজবংশী কামতাপুরী ভাষাভাষী মেয়ের জাতীয় স্তরের সাফল্যে গর্বিত জলপাইগুড়ি। শহরের রাখালদেবীর বাসিন্দা প্রভাত বর্মনের কন্যা প্রনামী বর্মন জলপাইগুড়ি পি.ডি. কলেজের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মডেল এবং অভিনেত্রী হওয়ার।

সেই স্বপ্ন পূরণের পথে উল্লেখযোগ্য এক ধাপ এগিয়েছে প্রনামী। উত্তরবঙ্গের বীর চিলা রায় একাডেমির উদ্যোগে আয়োজিত “Mr. and Miss Rajbanshi International 2024” প্রতিযোগিতায় প্রনামী বিজয়ীর মুকুট অর্জন করেছে। শুধু জলপাইগুড়ি বা উত্তরবঙ্গ নয়, প্রতিবেশী রাজ্য আসাম সহ বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশী দেশ নেপাল থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। কঠিন প্রতিযোগিতার মধ্যেও নিজের প্রতিভা এবং আত্মবিশ্বাস দিয়ে প্রনামী সবার মন জয় করে নেয়।

প্রনামীর এই সাফল্যে গর্বিত তার পরিবার, কলেজের শিক্ষকরা, এবং পাড়া-প্রতিবেশীরা। তার বাবা প্রভাত বর্মন এবং মা জানিয়েছেন, ছোট থেকেই প্রনামীর মডেলিং এবং অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। তার সাফল্যের খবর পেয়ে কলেজের অধ্যক্ষও তাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর প্রনামীর ডাক পড়েছে “Mr. and Miss Kolkata” প্রতিযোগিতায়। এই সাফল্য রাজবংশী সম্প্রদায়ের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। জলপাইগুড়ি এবং রাজবংশী সম্প্রদায়ের মেয়ে হিসেবে প্রনামী আজ গোটা অঞ্চলের গর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *