বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৫ জানুয়ারি’২৪ : আর্থিক অনটনের জেরে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্নঘাতী এক জুটমিল কর্মী। নৈহাটির ৮ নম্বর বিজয়নগর আনন্দময়ী পল্লীর ঘটনা। মৃতের নাম সমীর বিশ্বাস ( ৫৫)। তিনি নৈহাটির নদীয়া জুটমিলের কর্মী ছিলেন। মৃতের প্রতিবেশীরা জানান, পুজোর আগে থেকেই ওনার কাজ চলে গিয়েছিল। কাজ চলে যাবার পর থেকেই ওনি মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবার সকালে ওনার স্ত্রী ও ছেলে দরজা খুলতে গিয়ে দেখেন বাইরে থেকে আটকানো। তখন ওনার ছেলে পাশের বাড়ির একটি মেয়েকে ফোন করে দরজা খুলতে বলেন। দরজা খোলার পর তারা দেখেন বারান্দায় টিনের শেডের সঙ্গে ওনি ঝুলছেন। নৈহাটি থানার পুলিশ জুটমিল কর্মীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। জুটমিল কর্মী সমীর বিশ্বাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নৈহাটির আনন্দময়ী পল্লীতে।
