কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন উদযাপন জলপাইগুড়িতে

সংবাদদাতা, জলপাইগুড়ি : তিমির- বিদায় উদার অভ্যুদয়, তোমারি হউক জয়। আজ ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন। সাত সকালে ব্যানার হাতে রবীন্দ্রজয়ন্তী উদযাপন জলপাইগুড়িতে।

এদিন যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে “রবীন্দ্র জয়ন্তী ” পালন করা হয় পুরসভার প্রয়াস হলে। প্রদীপ প্রজ্জ্বলন, কবি গুরুর প্রতিকৃতি মাল‍্যদান, পুষ্পস্তবক অর্পণ , সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, চেয়ারম্যান ইন-কাউন্সিল লোপামুদ্রা অধিকারী, পুর আধিকারিকরা , বিভিন্ন কাউন্সিলরবৃন্দরা সহ অন্যান্যরা।

জলপাইগুড়ি রাজবাড়ী যোগা কেন্দ্রের তরফে মঙ্গলবার সকালে রাজবাড়ি দিঘি প্রাঙ্গণে রবীন্দ্র জয়ন্তী উৎসব উদযাপন করা হয়। সংগীত আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্য নিয়ে স্থানীয় শিল্পীদের সংগীতের আসর বসেছিল রাজবাড়ী চত্বরে।

অপরদিকে এদিন সাতসকালে শহরের রাস্তায় স্কুলের ছাত্র-ছাত্রী সহ আবৃত্তি ও সঙ্গীতপ্রেমিদের দ্বারা এক শোভাযাত্রার মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ শহর আঞ্চলিক কমিটি জলপাইগুড়ি শাখার উদ্যোগে এদিন আনন্দ চন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বর্ণাঢ্য এই শোভাযাত্রায় মহিলা, পুরুষ ৮ থেকে ৮০ একসাথে পায়ে হেঁটে রবীন্দ্র সংগীত গাইতে গাইতে শহরের বিভিন্ন পথ অতিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *