হলদিবাড়ি : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থান অধিকার করে কচুয়া বোয়ালমারী হাই স্কুলের গর্ব হয়ে উঠেছে কোয়েল গোস্বামী। সেই কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে, কচুয়া অভিযান সংঘ রুরাল লাইব্রেরি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে কোয়েল সহ অন্যান্য মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছাপত্র ও বই তুলে দেন উপস্থিত অতিথিরা। কোয়েল গোস্বামীকে আলাদা করে সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁকে আর্থিক সাহায্যও প্রদান করা হয় আগামীর পড়াশোনার পথ সহজ করতে।
কচুয়া বোয়ালমারী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার, পঞ্চায়েত প্রধান সুফল সরকার, প্রাক্তন প্রধান গোপেশ সরকার, সন্তোষ বাড়ুই, মুকুন্দ সরকার, ননীগোপাল সরকার, রতন সরকার, লাইব্রেরিয়ান দিবাকর শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জলপাইগুড়ি থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলক সুধীর সরকার, ড. শ্যাম কিশোর রায়, সমাজসেবক তরুণ কুমার রায় ও শিক্ষক মিলন রায়।
সংবর্ধনা পেয়ে আবেগে ভাসলেন কৃতিরা। কোয়েল জানান, এই সম্মান তাঁকে ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন রুরাল লাইব্রেরি কর্তৃপক্ষ।