সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ আগস্ট : কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হল জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিককে। বুধবার স্মারকলিপি জমা দিয়ে কমিটির অফিস সেক্রেটারি মনোরঞ্জন রায় বলেন, গত ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে কামতাপুরী ভাষা একাডেমির অর্থানুকূল্যে সারা উত্তরবঙ্গ জুড়ে যে সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছিল, সেসব অনুষ্ঠানের আয়োজক মন্ডলীর অনেকেই তাদের প্রাপ্য টাকা পাননি। বেশ কিছু বিল এখনো বকেয়া রয়েছে বলে অভিযোগ। কামতাপুরী ভাষা একাডেমির তৎকালীন চেয়ারম্যান অতুল রায়ের মৃত্যু হলে বিলের দায়িত্বে থাকা একাডেমীর সদস্য সুরেশ রায় জানান, বেশ কিছু বিল এখনো বকেয়া রয়েছে। কিন্তু কারা কারা সেই বিল পেলেন বা বাকি কারা রয়েছেন, সেইসব তথ্য আমরা জানতে পারছি না। যদি সেই টাকা অন্য কারো অ্যাকাউন্টে অন্যায়ভাবে ঢুকে থাকে, তা আমরা কমিটির পক্ষ থেকে জানতে চাই। পাশাপাশি ওই সময়ের মোট অনুষ্ঠানের সংখ্যা, কত টাকা বাজেট ছিল, কত বিল দেওয়া হয়েছে, আর কত টাকা বাকি রয়েছে এসব তথ্য জানতেই এই স্মারকলিপি বলে জানা গেছে।
