ডুয়ার্সে করম পুজো : মাদলের তালে নাচগানে মেতলেন সকলেই

ডুয়ার্স : মাটিয়ালি ব্লকের জুরুন্তি, নাকটি, নাগেশ্বরী, কিলকোট সহ একাধিক চা-বাগান ও গ্রাম্য এলাকায় বুধবার সন্ধ্যায় পালিত হল করম পুজো। করম গাছের ডাল প্রতিষ্ঠা করে নিয়ম মেনে পুজো অনুষ্ঠিত হয়। এরপরই মাদলের তালে নৃত্য-গীতে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সহ উপস্থিত সকলে।

এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল মহাকুমাশাসক শুভম কুন্ডল, মাটিয়ালি বিডিও অভিনন্দন ঘোষ, জেলা পরিষদের সদস্যা স্নোমিতা কালান্দি ও মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান। অতিথিদের আদিবাসী প্রথা অনুযায়ী বরণ করা হয়। বিভিন্ন করম পুজো স্থলে ছিল কড়া পুলিশি নজরদারির ব্যবস্থাও।

Karam Puja in Dooars: Everyone danced to the tune of Madal

ডুয়ার্সের আদি সংস্কৃতির এই উত্সবকে ঘিরে রঙিন আবহে ভেসে গেল গোটা মাটিয়ালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *