বিশ্বজিৎ নাথ : ২০২৬ সালে বঙ্গে তারকা রাক্ষসীর পতন ঘটবে। মঙ্গলবার নৈহাটি নগর রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে এমনই দাবি করলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গা শাখার প্রধান স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ।
তিনি আরও বলেন, বাংলায় রাবনদের বধ করার জন্য রামচন্দ্র আবির্ভাব হয়েছেন। বাংলার হিন্দুরা একত্রিত হয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ-বাতাস মুখরিত করছেন। তাঁর দাবি, এবার তারকা রাক্ষসীর পতন নিশ্চিত। প্রসঙ্গত, এদিন নৈহাটির রামঘাট থেকে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। সেই শোভাযাত্রা নৈহাটির বিস্তীর্ন অঞ্চল পরিক্রমা করে নদীয়া মিলের কাছে শেষ হয়।
শোভাযাত্রায় যোগ দিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ‘ভাট’ বকলেও, উনি দলের এক মহিলা সাংসদ-সহ কীর্তি আজাদ ও সৌগত রায়ের প্রসঙ্গে যা বলেছেন, একদম সঠিক বলেছেন। তবে উনি আজ হঠাৎ করে ওনাদের প্রসঙ্গে কেন বললেন, তা তিনি জানেন না। এদিনের শোভাযাত্রায় হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য মদন বিশ্বাস, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, প্রিয়াঙ্গু পান্ডে, ব্যারাকপুর জেলার অফিস সম্পাদক প্রণব মন্ডল, ব্যারাকপুর জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক জিনিয়া চক্রবর্তী প্রমুখ।