জলপাইগুড়ি : পুজোর আগে ক্রেতাদের জন্য ভিন্ন স্বাদের পোশাক ও হস্তশিল্পের সম্ভার নিয়ে হাজির হচ্ছে জোনাল খাদি মেলা। আগামী ৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়ির রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বিশেষ মেলা। বুধবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনই জানালেন পশ্চিমবঙ্গ খাদি উন্নয়ন বোর্ডের আধিকারিকেরা।

মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসছে মোট ৯০টি বিপণন কেন্দ্র। উদ্যোক্তাদের আশা, এবারের খাদি মেলা থেকে প্রায় তিন কোটি টাকার কেনাবেচা হবে। এ বছর বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী বালুচরী শাড়ি ও মুর্শিদাবাদ সিল্ক। এছাড়াও হস্তশিল্প, প্রাকৃতিক রংয়ের পোশাক, গ্রামীণ শিল্পপণ্য, বিছানার চাদর থেকে শুরু করে শাড়ি-পাঞ্জাবি সবই মিলবে এক ছাদের নীচে।
জেলা খাদি আধিকারিক জানান, “এই খাদি মেলার উদ্দেশ্য কেবল কেনাবেচা নয়, গ্রামীণ শিল্প ও বুননশিল্পীদের কাজকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা। পুজোর আগে খাদির পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।”
সব মিলিয়ে, পুজোর আগে জলপাইগুড়ির রবীন্দ্র ভবন প্রাঙ্গণ পরিণত হতে চলেছে বাংলার ঐতিহ্যবাহী বুননশিল্প ও হস্তশিল্পের মিলনমেলায়।