জলপাইগুড়িতে খাদি মেলা; ৩০ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত জমজমাট আয়োজন

জলপাইগুড়ি : জলপাইগুড়িতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে চলেছে জোনাল লেভেল খাদি মেলা। আগামী ৩০ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত জলপাইগুড়ি শহরের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে চলবে এই বর্ণাঢ্য মেলা ও প্রদর্শনী, যেখানে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য দরজা খোলা থাকবে। বুধবার জেলা পরিষদের সভা ঘরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ ঘোষণা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন।

খাদির প্রচার এবং গ্রামীণ শিল্পের প্রসার ঘটানোই এই মেলার মূল লক্ষ্য। ২০১৭ সালে প্রথমবার জলপাইগুড়িতে খাদি মেলা অনুষ্ঠিত হয়েছিল। মেলায় রাজ্যের ২১টি জেলা থেকে ৮৭টি বিক্রয় কেন্দ্র থাকবে, যেখানে খাদি পোশাক, হারবাল সামগ্রী, হস্তশিল্প, তুলাইপঞ্জি চাল, হিমালয়ের মধু, শান্তিপুরের তাঁতের শাড়ি, জয়নগরের মোয়া এবং বাঁকুড়ার বিখ্যাত বালুচরি শাড়ির প্রদর্শনী ও বিক্রয় হবে।

মেলায় স্থানীয় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group) ও সংস্থা তাদের তৈরি সামগ্রী প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবে, যা স্থানীয় কারিগর ও উদ্যোক্তাদের জন্য একটি বড় মঞ্চ হিসেবে কাজ করবে।

এবারের খাদি মেলা শুধু কেনাকাটার জায়গা নয়, বরং এটি স্থানীয় ও রাজ্যস্তরের কারিগরদের নৈপুণ্য ও সৃজনশীলতাকে তুলে ধরার একটি অনন্য প্ল্যাটফর্ম হতে চলেছে। জলপাইগুড়িবাসীর জন্য এটি এক বিশেষ সুযোগ, যেখানে তাঁরা এক ছাদের নিচে ঐতিহ্যবাহী ভারতীয় শিল্পের বৈচিত্র্য উপভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *