স্পোর্টস ডেস্ক : কিংসদের ঘরের মাঠে সবুজ গ্যালারিতে যখন কেকেআর সমর্থকেরা জয়গান তুলছিলেন, তখনও হয়তো ভাবেননি—মাত্র ১১২ রানের লক্ষ্যও পাহাড় হয়ে দাঁড়াবে!
হ্যাঁ, এমনই অপ্রত্যাশিত গল্প লিখে দিল আজকের ম্যাচ। পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে মাত্র ১১১ রানে অলআউট। কেকেআরের জয়টা তখন অনেকটাই সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল। কিন্তু ক্রিকেট যে শেষ বল না পড়া পর্যন্ত কোনও ভবিষ্যদ্বাণী মানে না, তারই প্রমাণ রেখে গেল আজকের সন্ধে।
বোলিংয়ে দাপট দেখিয়েও ব্যাটিংয়ে ভরাডুবি
হর্ষিত রানার আগুনে স্পেল (৩ উইকেট), বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের টাইট লাইন-লেংথে ধুঁকতে থাকে পঞ্জাব। ১৫.৩ ওভারে ১১১ রানেই শেষ ইনিংস। তবে সেই নিয়ন্ত্রিত পারফরম্যান্সের জবাবে কেকেআরের ব্যাটিং লাইনআপ যেন ধসে পড়ে এক ধাক্কায়।
চাপের মধ্যে দাঁতে দাঁত চেপে লড়েছেন আঙ্গকৃষ রঘুবংশী (৩৭), কিন্তু বাকিদের ব্যর্থতায় তা যথেষ্ট ছিল না। ১৫.১ ওভারে ৯৫ রানে শেষ হয়ে গেল নাইটদের ইনিংস।
যুজবেন্দ্র চাহাল যেন বারবার প্রমাণ করেন কেন তাঁকে বলা হয় ভারতের সাইলেন্ট উইকেট টেকার। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে কার্যত কেকেআরের ব্যাকবোন ভেঙে দেন তিনি। মার্ক জেনসেনও ছিলেন কার্যকর—৩ উইকেট তুলে নিয়ে সমানে চাপ বজায় রাখেন।
ম্যাচের শুরুতে যেটা ছিল একপেশে মনে হচ্ছিল, শেষ পর্যন্ত সেটা রূপ নিল টানটান উত্তেজনার নাটকে। কিন্তু দুঃখজনকভাবে কেকেআরের ভক্তদের জন্য সেটা শেষ হলো হতাশায়।
১৬ রানে হেরে গেল নাইটরা। আর ক্রিকেট আবারও বলল—টার্গেট ছোট হতে পারে, কিন্তু ‘মাইন্ডসেট’ বড় না হলে জেতা যায় না।