IPL 2025 : ইডেনে কেকেআরের দাপট; ৮০ রানে উড়িয়ে দিল হায়দরাবাদকে!

কলকাতা: ইডেনে ফের বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের (KKR)! দুর্দান্ত ব্যাটিংয়ের পর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২০ রানে অলআউট করে সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে দিল নাইট বাহিনী।

শুক্রবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআরের হয়ে ভেঙ্কটেশ আইয়ার ঝোড়ো ২৯ বলে ৬০ রান করেন, যা দলের স্কোরকে পৌঁছে দেয় ২০০ রানে। অনেকদিন রান না পেলেও এদিন বিধ্বংসী মেজাজে দেখা গেল তাঁকে। ব্যাট হাতে উজ্জ্বল অঙ্গকৃষ রঘুবংশী (৫০), রিঙ্কু সিং (৩২ অপরাজিত) এবং অধিনায়ক অজিঙ্ক রাহানে (৩৮)

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের শুরুটা ভয়াবহ। পাওয়ার প্লে-তেই ৩৩ রানে ৩ উইকেট হারায় তারাট্রাভিস হেড (৪), অভিষেক শর্মা (২), ইশান কিষান (২) দ্রুত ফিরে যান। দলের ভরসা ছিলেন হেনরিক ক্লাসেন (২৭), কামিন্দু মেন্ডিস (২৭) ও নীতীশ রেড্ডি (১৯), কিন্তু কেউই দলকে বড় রান এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১২০ রানেই গুটিয়ে যায় SRH

KKR dominates at Eden; beats Hyderabad by 80 runs!

কেকেআরের হয়ে দুর্দান্ত বোলিং করেন বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী। দু’জনেই ৩টি করে উইকেট তুলে নেন। এছাড়াও বাকিরাও দারুণ সাপোর্ট দেন, যার ফলে সহজেই ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় নাইটরা।

🔹 ম্যাচের সেরা : ভেঙ্কটেশ আইয়ার (২৯ বলে ৬০ রান)
🔹 ফলাফল: কেকেআর ৮০ রানে জয়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *