নিউজ ডেস্ক : মুম্বইয়ের ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। মাত্র ১১৬ রানে অলআউট হয়ে গেল কেকেআর, আর মুম্বই ইন্ডিয়ান্স (MI) সহজেই ১৩ ওভারে লক্ষ্যে পৌঁছে গেল। প্রথম ওভার থেকেই শুরু হয় কেকেআরের ধস। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে দল পড়ে যায় চাপে, আর সেই ধাক্কা সামলে ওঠার কোনো পথ খুঁজে পেলেন না নাইটদের ব্যাটাররা।
ভেঙ্কটেশ আইয়ার ব্যর্থতার ধারা অব্যাহত
এই ম্যাচেও হতাশ করলেন ভেঙ্কটেশ আইয়ার। ৯ বলে মাত্র ৩ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন। একটা ক্যাচ মিস করার পর নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। তার ওপর কেকেআর তাকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল, যা কার্যত জলে গেল বলে দাবি করছেন ক্রিকেটপ্রেমীরা।

অভিষেকেই বাজিমাত অশ্বিনী কুমারের!
আইপিএল অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স করলেন অশ্বিনী কুমার। তিনিই প্রথম বোলার, যিনি অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিলেন। প্রথম ওভারেই অজিঙ্ক রাহানেকে ফেরানোর পর, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং মনীশ পাণ্ডেকে ডাগ আউটে পাঠান তিনি। মনীশ তো একেবারেই বল বুঝতে পারেননি—মারবেন না ধরবেন, এই দ্বিধায় থাকতেই তার স্টাম্প উড়ে যায়!
১১৭ রানের লক্ষ্যমাত্রা অনায়াসে ছুঁলো মুম্বই
ব্যাটিং বিপর্যয়ে জর্জরিত কেকেআরের হয়ে অঙ্গকৃষ রঘুবংশী (২৬) ও রমণদীপ (২২) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বাকিরা দুঃস্বপ্নের পারফরম্যান্স উপহার দেন। মুম্বইয়ের পেসাররা ৮টি উইকেট দখল করেন, যার মধ্যে অশ্বিনী একাই ৪টি তুলে নেন।
রান তাড়া করতে নেমে রিকেলটন অর্ধশতরান হাঁকিয়ে MI-কে সহজ জয় এনে দেন। কেকেআরের বোলাররা একেবারেই কোনো প্রতিরোধ গড়তে পারেননি, আর তাই মাত্র ১৩ ওভারেই ম্যাচ শেষ করে দেয় মুম্বই। এই হার কেকেআরের জন্য শুধু পয়েন্ট টেবিলে ধাক্কা নয়, দলের আত্মবিশ্বাসেও বড় আঘাত।