সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ সেপ্টেম্বর : সরকারী চাকরির দাবিতে পথে নেমে মিছিল করলো কেএলও লিংকম্যান মহিলা (নারী) মঞ্চ সমন্বয় কমিটির সদস্যরা। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের জুবলি পার্ক সংলগ্ন বাঁধ থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট মোড়ে এসে শেষ হয়। কমিটির উদ্যোক্তা বিধু ভূষণ রায় বলেন, “আমরা আজ এসপি সাহেবের সাথে দেখা করার জন্য প্রেয়ার কপি দিয়েছিলাম। কিন্তু তিনি দেখা করেননি। আমাদের দাবিতে আমরা এদিন মিছিল করলাম। অপরদিকে কেএল লিংকম্যান মহিলা (নারী) মঞ্চ সমন্বয় কমিটির সভাপতি জ্যোৎস্না রায় বলেন, রাজ্য সরকার নিজে থেকেই আমাদের চাকরি দিতে চেয়েছে।

আমাদের কিছু লোকের চাকরি হলেও আমরা এখনো ৪৪২ জন কেএলও লিংক ম্যান রয়েছি যাদের চাকরি এখনো হয়নি। রাজ্য সরকার চার বছর ধরে চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন, আমরা বারবার আমাদের দাবী প্রশাসনকে জানিয়েছি। কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাই নি।