জলপাইগুড়ি: ওয়ার্ড উৎসবের অঙ্গ হিসেবে চারদিন ব্যাপী নক-আউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হল শনিবার সংঘশ্রী ক্লাবের মাঠে। এই টুর্নামেন্টের আয়োজন করেছে জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড কমিটি।
ওয়ার্ড কমিটির সভাপতি অম্লান মুন্সী জানান, ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্লাব ও একটি অতিথি দলকে নিয়ে মোট ৮টি দলের এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, “ক্রিকেটের হাত ধরে শৈশব ফিরে আসুক সবুজ ময়দানে! নতুন প্রজন্মকে মাঠমুখী করা এবং খেলাধুলোর মানোন্নয়ন করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।”
টুর্নামেন্টের প্রথম দিন থেকেই স্থানীয় দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো। ওয়ার্ড উৎসবের অংশ হিসেবে আরও নানা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।