জলপাইগুড়ি : সম্প্রতি জাল সিম কার্ড চক্রের পর্দাফাঁস করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। জানা গেছে, বায়োমেট্রিক তথ্য ও আধার কার্ডের অপব্যবহার করে অবৈধভাবে সিম কার্ড ইস্যু ও বিক্রির চক্র সক্রিয় ছিল অনেকদিন ধরে। এইসব জাল সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন সাইবার অপরাধ ও ব্যাংক প্রতারণা চালানো হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সতর্কবার্তা জারি করে জানিয়েছে, কোনো ভ্রাম্যমাণ গাড়ি বা টোটো থেকে সিম কার্ড না কেনার জন্য। পরিবর্তে নির্দিষ্ট ও স্থায়ী দোকান থেকেই সিম কার্ড কেনা উচিত। সেইসাথে নতুন সিম কার্ড কেনার সময় গ্রাহককে আরো কিছু বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) সৌভনিক মুখোপাধ্যায়।যেগুলো একজন গ্রাহকের জানাটা ভীষণ জরুরী। কি সেই সতর্কবার্তা জেনে নিন নিচের ভিডিওতে।
