স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে যশস্বী জয়সওয়ালের ঝোড়ো ইনিংস রাজস্থানের আশায় পাখি জোগালেও শেষ হাসি হাসল বেঙ্গালুরু। গোলাপি জার্সিধারীদের ১৭৩ রানের লক্ষ্যকে খেলনা বানিয়ে ১৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে যশস্বীর ব্যাটে ভর করে শুরুটা ছিল দুর্দান্ত। মাত্র ৫২ বলে ৭৫ রান করে ম্যাচে গতি আনেন এই তরুণ ওপেনার। কিন্তু অধিনায়ক সঞ্জু স্যামসন (১৫), ধ্রুব জুরেল ও রিয়ান পরাগের ব্যর্থতায় ইনিংস থেমে যায় ১৭৩ রানেই।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন ফিল সল্ট (৬৫) ও বিরাট কোহলি (৬২)। দুই ওপেনারের দাপটে ম্যাচ একপ্রকার একতরফা হয়ে যায়। এরপর দেবদূত পাডিকলের ২৮ বলে ৪০ রানের ইনিংস জয় নিশ্চিত করে দেয় বেঙ্গালুরুর জন্য।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল বিরাটরা। আর রাজস্থানের কাছে প্রশ্নচিহ্ন থেকেই গেল—যশস্বীর ইনিংসের পরেও কেন ‘রান-পাহাড়’ বানাতে পারল না তাদের মিডল অর্ডার?