নাম না করে শহরের দলীয় নেতাদের কটাক্ষ কৃষ্ণ দাসের

সংবাদদাতা, জলপাইগুড়ি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি বৈঠকে জলপাইগুড়ি শহরের দলীয় নেতাদের প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করে তুললেন তৃনমূলের এসটি, এসসি, ওবিসি সেলের জেলা সভাপতি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোগ যাত্রাকে সফল করে তুলতে জলপাইগুড়ি জেলার অন্যান্য স্থানের তুলনায় সদর ব্লকের বারপেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃনমূল কংগ্রেসের এসসি, এসটি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের তৎপরতা ইতিমধ্যেই ব্যাপক নজর কেড়েছে রাজনৈতিক মহলে। আগামি ২৯সে এপ্রিল জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন বড় বাড়ির নব যুবক সংঘের মাঠে একটি সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তৃনমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বিকেলে এই এলাকাতেই দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এক প্রকাশ্য সভার আয়োজন করা হয়েছিল তৃনমূলের এসটি, এসসি, ওবিসি সেলের পক্ষ থেকে। রবিবারের এই কর্মী সভায় শহরের দলীয় নেতাদের কারো নাম না করেও এসটি, এসসি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন, মানুষ ভালোবাসার কাঙাল, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, এমন রাজনীতি করুন যাতে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। আমাদেরই অনেক নেতা আছেন যারা শহরে বলেন, আমার কলকাতার সঙ্গে অনেক যোগাযোগ আছে, কিন্তু সেই নেতাই আবার রাত তিনটা পর্যন্ত জেগে থাকে, ঘুম আসে না।


শহরের মানুষ সেই নেতার পেছনে বলে, এরা আবার নেতা নাকি। এমন কোনো কাজ বা রাজনীতি কেউ করবেন না। দলীয় কর্মী সভায় কৃষ্ণ দাসের এমন ইঙ্গিতপূর্ন বক্তব্য শোনার পর তৃনমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *