সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ অক্টোবর : এবছর তৃতীয় বর্ষের দুর্গাপূজোয় কুমারী পুজো অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন জুবলি পার্ক এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে। এবারে কুমারী পূজো দ্বিতীয় বর্ষে পর্দাপন করলো। সোমবার মহা অষ্টমীতে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কুমারী পূজা সম্পুর্ণ হল। এই পুজো দেখতে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত।

পুজো কমিটির সম্পাদক সঞ্জীব ভদ্র বলেন, প্রতিবারের মতো এবারও দুর্গা পুজা হচ্ছে। তবে পুজোর বিশেষত্ব আলাদা । এবার পুজোয় দ্বিতীয় কুমারী পুজো হলো। কুমারী হয়েছেন গৌরব চক্রবর্তীর ছয় বছরের কন্যা শ্রীনিকা চক্রবর্তী। শ্রীনিকার বাড়ি জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকায়। তিনি আরও বলেন, মন্দির চত্বরে প্যান্ডেল করা হয় সমস্ত রকম নিয়ম নিষ্ঠার সঙ্গে কুমারী পুজো হল। দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

কুমারীর বাবা গৌরব চক্রবর্তী বলেন, খুবই আনন্দ হচ্ছে। দ্বিতীয় বারের জন্য আবার আমার মেয়েকে কুমারী পুজোর জন্য মনোনিত করা হয়েছে উদ্যোক্তাদের তরফে। উদ্যোক্তাদের সকলেই অসংখ্য ধন্যবাদ জানান গৌবর বাবু।