বিশ্বজিৎ নাথ, কলকাতা : গুজরাট কিংবা উত্তরপ্রদেশে মহিলাদের’লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন নেই। ওখানকার সরকার সমস্ত রকমের পরিষেবা বাড়িতে পৌঁছে দিচ্ছে। কিন্তু বাংলায় লক্ষ্মীর ভান্ডারের নামে মানুষ ঠকানোর ভান্ডার চলছে।’ বৃহস্পতিবার সন্ধেয় কাঁকিনাড়ার কাছারী রোড মোড়ে বিজেপির এক সভায় এভাবেই কটাক্ষ করলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তার দাবি, তৃণমূলের নবজোয়ার আগামী নির্বাচনগুলোতে কোনও প্রভাব ফেলতে পারবে না।

তৃণমূল গোহারা হারবে। তৃণমূল জমানায় পুলিশের অবস্থা নিয়ে এদিন প্রাক্তন আইপিএস কটাক্ষের ছলে বললেন, পুলিশেরা খুব চাপে আছেন। পুলিশকে কুকুর বিড়ালের মতো খাটানো হচ্ছে। ক্ষমতায় আসার পর পুলিশদের ইউনিয়ন ‘নন গেজেটেড পুলিশ এসোসিয়েশন তুলে দিয়েছে তৃণমূল সরকার। এদিনের সভায় হাজির ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য, ভাটপাড়া মন্ডল-১ ও ২ সভাপতি যথাক্রমে প্ৰদূত ঘোষ ও গোপাল সাউ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।