১৮তম IPL এর প্রথম ম্যাচেই হার গতবারের বিজয়ী KKR এর

ডিজিটাল ডেস্ক : আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৭৪ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিন (৪৪) ও অজিঙ্ক রাহানে (৫৬)-র দুর্দান্ত জুটি দলকে ভরসা দেয়, শেষে অঙ্কষ রঘুবংশীর (৩০) ঝোড়ো ইনিংসে সম্মানজনক রান পায় কেকেআর। তবে RCB-এর হয়ে ক্রুণাল ৩টি ও হ্যাজেলউড ২টি উইকেট নিয়ে বোলিংয়ে ছাপ রাখেন।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে RCB। ফিল সল্টের (৫৬) দাপুটে ইনিংসের পর বিরাট কোহলির (৫৯*) ব্যাটিং তাণ্ডবে মাত্র ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় বেঙ্গালুরু। কেকেআরের বোলাররা একেবারেই ছন্দে ছিলেন না, যার ফলে প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করতে হলো নাইটদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *