রাত পোহালেই গণনা, প্রস্তুতি তুঙ্গে জলপাইগুড়ি ডিসিআরসি সেন্টারে

জলপাইগুড়ি : সাত দফার লোকসভা ভোট শেষ হয়েছে গত ১জুন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার ৪ ঠা জুন। বিগত ১৯শে এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। তারপর থেকে প্রায় দীর্ঘ দুই মাস ধরে কড়া নিরাপত্তায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসের স্ট্রং রুমে বন্দি হয়ে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ১২ জন প্রার্থীর ভাগ্য।

আগামীকাল জানা যাবে কোন রাজনৈতিক দলের প্রার্থী সংসদে যাওয়ার জন রায় পাচ্ছেন। ইতিমধ্যে হারজিত নিয়ে চায়ের কাপে তুফান উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে। তবে আগামীকাল সেই চূড়ান্ত দিন। আর তার জন্য অপেক্ষা আর কয়েক ঘন্টা। কড়া নিরাপত্তার মধ্যে আগামী কাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট গননার কাজ করা হবে।

আগামীকাল সকাল ৮ টা থেকে গননার কাজ শুরু করা হবে। প্রশাসন সুত্রের খবর ১৪৮ টি টেবিলে ১৯০৪ টি বুথের ইভিএম মেসিন, ভিভি প্যাড এবং পোস্টাল ব্যালট গননা করবেন মোট ৮০০ জন কর্মী। জানা গেছে প্রতিটি বিধান সভার জন্য দুটি করে ঘর বরাদ্দ হয়েছে।

Late night counting preparation at Tunge Jalpaiguri DCRC Center

মোট ১৫ রাউন্ডে গননা কাজ শেষ করা হবে। অন্যদিকে গননাকে কেন্দ্র করে জেলা জুড়েই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। জেলাতে থানাগুলিতে মোট ১০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী রাখা হবে বলে জানান হয়েছে। এর মধ্যে ২ কোম্পানী বাহিনী থাকবে গননা কেন্দ্রে। পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ। কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারির ছাড়াও ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *