সংবাদদাতা, জলপাইগুড়ি : ইন্দিরা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করল জাতীয় কংগ্রেস। শনিবার ১৯শে নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিনটি বিশেষ ভাবে পালন করল জলপাইগুড়ি নয়াবস্তি কংগ্রেস কমিটি। সকালে মাল্যদান করে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এরপর পতাকা উত্তোলন করা হয়। দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। উপস্থিত ছিলেন অমিত ভট্টাচার্য, নির্মল ঘোষ দস্তিদার, অম্লান মুনসি, সুভাষ বকসী, নারায়ণ সরকার, স্বপন সরকার সহ অন্যান্যরা। আজ বেশ কয়েক দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
