বিশ্বজিৎ নাথ, ব্যারাকপুর: বাংলায় পরিবর্তন আসবেই— এমনই জোরালো দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় ব্যারাকপুরে দলীয় নেতা ও বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচীর আমন্ত্রণে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

আর জি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন প্রসঙ্গে শুভেন্দু বলেন, “সিবিআই চাইলে চার্জশিট জমা দিতে পারত। কিন্তু চার্জশিট জমা দিলে জামিনযোগ্য ধারায় মামলা হতে হত। তাই প্রধান অভিযুক্তকে সাজা দেওয়ার বিষয়টিকে সিবিআই প্রাধান্য দিচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, এই মামলায় বহু প্রভাবশালী যুক্ত রয়েছেন। প্রমাণ লোপাটের কাজে অভিযুক্তদের সাহায্য করেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক বিনীত গোয়েল ও নারায়ণ স্বরূপ নিগম। শুভেন্দুর দাবি, তাঁদের এই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে।
শুভেন্দু আরও দাবি করেন, আর জি কর হাসপাতালে অতীন ঘোষের নেতৃত্বে যে ভাঙচুর হয়েছিল, তাও মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। তিনি বলেন, “তিলোত্তমার বাবা-মা এবার সবল আইনি লড়াইয়ে নামছেন। আমি তাঁদের লড়াইয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতা করব।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, বাংলায় পরিবর্তন আসবেই। কৌস্তভ বাগচীসহ সকলের স্বপ্ন পূরণ হবে। রাজ্যে সুশাসন ফিরিয়ে আনতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।