জলপাইগুড়ি : বৃষ্টি পড়তে না পড়তেই শুরু হল বনভোজ। ডুয়ার্সের লাটাগুড়ির গহীন অরণ্য থেকে নিজের ‘ব্রেকফাস্ট ডেস্টিনেশন’ খুঁজে বের করে এল এক দাঁতাল হাতি। লক্ষ্য — বিছাভাঙা বিটের বন দফতরের অফিস চত্বরে থাকা রসালো কাঁঠাল!

ভোরের ঘুমন্ত আবহে কাঁঠালের ঘ্রাণে প্রলুব্ধ হয়ে গজরাজ পৌঁছে যায় অফিস চত্বরে। একে একে কাঁঠাল ছিঁড়ে খেয়ে নিজের মতো করে উপভোগ করল প্রাকৃতিক প্রাতরাশ। আশ্চর্যের বিষয়, এই পুরো ‘ভ্রমণ’ এবং খাদ্যাভিযান চলাকালীন সে একবারও কাউকে বিরক্ত করেনি, কোনও ক্ষয়ক্ষতি ঘটায়নি। বরং হেলতে দুলতে, উদর পূর্ণ করে, বেশ শান্তভাবেই জঙ্গলে ফিরে গেল।

বন দফতরের কর্মীরা জানিয়েছেন, বর্ষার সময় কাঁঠাল ও অন্যান্য ফলের টানে মাঝেমধ্যেই এমন দৃশ্য দেখা যায়। তবে দাঁতালের এমন শান্ত এবং নিরীহ ‘ব্রেকফাস্ট ভ্রমণ’ নিঃসন্দেহে ছিল মন কেড়ে নেওয়ার মতো।
জঙ্গল ও শহরের মাঝখানে এমনই এক মুহূর্ত, যেখানে প্রকৃতি নিজের মতো করেই জানান দিল — সে কাছেই আছে, সব সময়।